মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আলামিন (২০) বলে জানা গেছে। স্থানীয় পুলিশ সূত্র জানায়, মালয়েশিয়ার কেলানতানের গোয়া মোসাং শহরের সেনডোরপ লোজিংয়ের একটি সবজি ক্ষেতে কর্মরত অবস্থায় আলামিনকে কুপিয়ে হত্যা করা হয়। তবে নিহতের বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা জানা যায়নি।
বুধবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নিহতের লাশ সবজি ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। গোয়া মোসাং পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন জানান, সকালে সবজি ক্ষেতে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পোনডক লোজিং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিলে তারা ঘটনাস্থলে এসে বাংলাদেশিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের গলায় কয়েকটি কোপানোর দাগ দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোয়া মোসাং হাসপাতালে রাখা হয়েছে।