Search
Close this search box.
Search
Close this search box.

bd-zim-seriesশুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সবশেষ জয় পায় প্রায় তিন মাস আগে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

chardike-ad

স্বাভাবিকভাবেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা নিয়ে কৌতূহলী ভক্ত-সমর্থকরা। তামিম না থাকায় এ ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন সৌম্য ও লিটন। ওয়ানডাউনে দেখা যেতে পারে হার্ডহিটার সাব্বিরকে।

জয়ের দেখা পেতে আজ স্বাগতিক একাদশের ব্যাটিং অর্ডারে বেশ পরিবর্তন আসতে পারে। চার নম্বরে খেলতে পারেন অধিনায়ক সাকিব। পাঁচে দেখা যেতে পারে মিস্টার ডিপেন্ডেবল মুশফিককে। এর পরে নামবেন মাহমুদউল্লাহ।

সাতে নেমে ফিনিশিং টাচ দেবেন সাইফউদ্দিন। আটে তাকে সহায়তা করবেন আফিফ। একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকতে পারেন তাইজুল। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণ দাগাবেন তিনি।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার মোস্তাফিজ। তাকে সমর্থন দেবেন নবাগত মিশু। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে তার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত মিশু।