Search
Close this search box.
Search
Close this search box.

shakib-al-hasanবৃষ্টি ভেজা আবহাওয়ায় টস জয় দিয়ে শুরু অধিনায়ক সাকিব আল হাসানের। ভাগ্যটা ভালোই মনে হচ্ছিল। দলের বোলাররা শুরুও করেছিলেন দারুণ। সাকিব যদিও প্রথম বলেই ব্রেন্ডন টেলরের কাছে বাউন্ডারি হজম করেন। তবে পরের সময়টায় বল হাতে ওতটা খারাপ করেননি। প্রথম ৩ ওভারে দেন মোটে ১৯ রান। কে জানতো, শেষ ওভারে এসে এমন দুঃস্বপ্নের স্মৃতি জমা করবেন!

নিজের চতুর্থ আর জিম্বাবুয়ান ইনিংসের ১৭ নম্বর ওভারে সাকিব দিয়ে বসলেন ৩০ রান। যা তার টি-টোয়েন্টি তথা যে কোনো ফরমেটের ক্যারিয়ারেরই সবচেয়ে ব্যয়বহুল ওভার। এর আগে কখনও এমন মার খাননি সাকিব। তাকে বেধড়ক পিটুনি দিয়েছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। ওই ওভারে তার শটগুলো ছিল এমন-৬, ৪, ৪, ৬, ৪, ৬। বিশ্বসেরা অলরাউন্ডারের এই স্মৃতিটা হয়তো অনেক দিনই মনের মধ্যে থাকবে। সে যত ভালো বোলিংই করুন না কেন!