Search
Close this search box.
Search
Close this search box.

malaysia-shamimমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট ডালাম এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকালে প্রাইভেট কারের মধ্যে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহত বাংলাদেশির নাম মো. শামীম (৩৩), তবে মালয়েশিয়ায় ক্লিনার শামীম নামে সবাই চেনে। পাসপোর্টের তথ্য অনুযায়ী নিহতের বাড়ি মুন্সীগঞ্জের আকল মেঘ এলাকার মো. মুকলেস সোয়ালের ছেলে।

chardike-ad

নিহত শামীম পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী হিসেবে মালয়েশিয়ায় কর্মরত ছিল বলে জানা গেছে। শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।