Search
Close this search box.
Search
Close this search box.

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত

italyইতালিতে সড়ক দুর্ঘটনায় চার মাসের এক বাংলাদেশি শিশু মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- নিহত শিশুর পিতা-মাতা ও তার ভাই (৭)।

chardike-ad

শনিবার (১৪ সেপ্টেম্বর) ইতালির উত্তর-পূর্ব সাভোনা ডি ইসোনছোয় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যার বাবা-মা ও ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

জানা যায়, এ-৩৪ হাইওয়ে ভিল্লেসে গড়িজিয়া নামক এলাকার কাছাকাছি পাশাপাশি দুটি গাড়ি রাস্তায় চলন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলেই চার মাসের শিশু মারা যায়। নিহত শিশুর পরিবার মনফালকন নামক এলাকায় বসবাস করেন।