Search
Close this search box.
Search
Close this search box.

ধর্মান্তরিত হইনি, আমার ধর্ম অনুযায়ী চলছি : অপু

apuজনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ব্যক্তিগত জীবনে শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। তখন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমনকী নাম পরিবর্তন করে অপু বিশ্বাস থেকে অপু ইসলাম রাখেন বলেও জানা যায়।

শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুজনের পথ আলাদা হয়ে গেছে। কিন্তু অপু বিশ্বাস এখন কোন ধর্ম পালন করছেন? পুত্র আব্রাম খান জয় কোন ধর্মের পরিচয়ে বড় হচ্ছে? বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও কৌতূহল কম নয়।

chardike-ad

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। শাকিব খানের সঙ্গে যখন বিয়ে হয় তখন কাবিননামা একঝলক দেখেছিলাম। তারপর কাবিননামার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয় আমি সেরকম কিছু করিনি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আমার কখনো ঈদ উদযাপন করা হয়নি। কোরবানির ঈদ থেকে শুরু করে এখনো কোনোদিন গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার লোকদের জন্য খাসি কোরবানির ব্যবস্থা করি। আমি যেহেতু শাকিবকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ধর্ম পরিবর্তন করার জন্যও প্রস্তুত ছিলাম। কিন্তু কোরআন শিক্ষা বা ধর্মান্তর এসব কিছু করা হয়নি।’

আব্রাম খান জয়ের ধর্ম কী হবে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘জয় যেহেতু আমার সঙ্গে আছে সে আমার মতো করেই বড় হচ্ছে। সে তার বাবার সঙ্গে কখনো ঈদ করেনি। ভবিষ্যতের কথা তো বলতে পারব না, তবে আমার সন্তানকে নিয়ে তার বাবার আদরকে আমার কাছে ছেলেমানুষি মনে হয়। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রেম বিয়ে নিজের সিদ্ধান্তে করেছিলাম। কিন্তু বিবাহবিচ্ছেদের পর সমস্ত সিদ্ধান্ত আমার পরিবার নিচ্ছে। যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন তো আর জানতাম না আমার জীবনে এমন সময় আসবে। যেহেতু আমি ধর্মান্তরিত হইনি, তাই আমি আমার ধর্ম অনুযায়ী চলছি এবং সেভাবেই চলতে চাই।’