ব্রিসবেনে আজ (বুধবার) সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ১৮ ওয়ানডে জিতেছে তারা।
ব্রিসবেনে চামারি আতাপাত্তুর সেঞ্চুরির পরও ৮ উইকেটে ১৯৫ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে অ্যালিসা হিলির হার না মানা ১১২ রানের ইনিংসে ভর করে ২৬.৫ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে টানা জয়ের রেকর্ডটিও দখলে ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের। ১৯৯৭ থেকে ১৯৯৯ সালে মধ্যে টানা ১৭টি ম্যাচ জিতেছিল বেলিন্দা ক্লার্কের দল।
ছেলে-মেয়ে সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে টানা জয়ের রেকর্ডটিও অস্ট্রেলিয়ারই দখলে। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অজেয় অস্ট্রেলিয়া জিতেছিল টানা ২১টি ওয়ানডে। এখন পর্যন্ত সেটিই কোনো দলের টানা ওয়ানডে জয়ের রেকর্ড।