Search
Close this search box.
Search
Close this search box.

shakibবিশ্বসেরা অলরাউন্ডার তিনি। অনেক রেকর্ড ভেঙেছেন, গড়েছেন নতুন নতুন সব ইতিহাস। দেশের হয়ে, ব্যক্তিগত হিসেবেও অর্জনের পাল্লা অনেক ভারী তার। তিনি বর্তমান ক্রিকেট বিশ্বের সুপারস্টার। বলছি দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের কথা। ক্রিকেটের পাশাপাশি মডেল সাকিবও তুমুল জনপ্রিয়। এই কাজটিতে বেশ পারদর্শীও তিনি।

নানা রকম পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন সাকিব। এসব চুক্তিভিত্তিক প্রচারণার বাইরে বেশকিছু পণ্যের মডেল হিসেবে দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি এসএমসি গ্রুপের পানির মডেল হয়েছেন।

অংকুরের পরিচালনায় মিনারেল ওয়াটারের এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে গত ১৭ ও ১৮ অক্টোবর। ঢাকার অদূরে আশুলিয়া ও বিরুলিয়ায় এর দৃশ্যধারণ হয়েছে। সেখানে দুদিন শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব আল হাসান।

বিশাল আয়োজনে নির্মিত এই বিজ্ঞাপনে ডিওপি হিসেবে রয়েছেন ভারতের রাকেশ। এখানে মেকআপম্যান হিসেবে রূপসজ্জার কাজ করছেন মনির হোসেন।

পরিচালক জানান, ১২-১৫ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি দেশের টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে। এখানে বিশুদ্ধ পানির প্রচারণায় দেখা যাবে সাকিব আল হাসানকে।

chardike-ad