নাচার সময় ৪৫ ডিগ্রি ঝুঁকে যেতেন মাইকেল জ্যাকসন। তাঁর ভক্ত কুশলী নৃত্যশিল্পীরা বহুবারের চেষ্টাতেও তা রপ্ত করতে পারেননি। ১৯৮৭ সালে স্মুথ ক্রিমিনাল গানের ভিডিওতে প্রথম দেখা যায় এই পোজ। তারপর বহুবার স্টেজেও নাচের সময় ৪৫ ডিগ্রি ঝুঁকে দেখিয়েছেন জ্যাকসন। কী করে করতেন তিনি এই কাজ, তা নিয়ে কৌতূহল ছিল সবার।