শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার

বিরাট কোহলিকে ছাড়িয়ে নতুন রেকর্ডে বাবর আজম


বিরাট কোহলিকে ছাড়িয়ে নতুন রেকর্ডে বাবর আজম

 

 

দীর্ঘদিন ধরে ফর্মে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। একসময়ের রানমেশিন এখন যেন রান করতেই ভুলে গেছেন। এমন খারাপ সময়েও তিনি বিরাট কোহলিকে ছাড়িয়ে হাশিম আমলার রেকর্ডে ভাগ বসালেন। গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই ম্যাচেই নতুন রেকর্ড গড়েছেন বাবর।

টস জিতে আগে ব্যাটিংয়ে পাকিস্তানের ইনিংসের সপ্তম ওভারে জেকব ডাফির একটি বল ড্রাইভ করে বাবর পৌঁছে যান ৬০০০ রানের মাইলফলকে। তবে বেশিদূর যেতে পারেননি। ওপেনিংয়ে নামা বাবরকে মাত্র ২৯ রানে কট অ্যান্ড বোল্ড করে দেন নাথান স্মিথ। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান (৪৬) এবং আগা সালামানের (৪৫) দুটি ইনিংসে ভর করে ৪৯.৩ ওভারে ২৪২ রান তুলে অল-আউট হয় পাকিস্তান।

৬ হাজার রানের মাইফলকে পৌঁছতে বাবর আজমের লেগেছে ‌১২৩ ইনিংস, যা দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলার সঙ্গে যৌথভাবে দ্রুততম। ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস। এর আগে ২০২৩ সালের মে মাসে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড গড়েছিলেন বাবর (৯৭ ইনিংস)। এই রেকর্ডে তার পাশে আর কেউ নেই।

উল্লেখ্য,পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর আজম গত ২১ ইনিংস ধরে তিন অংকের দেখা পাচ্ছেন না। এই সময়ে তার সর্বোচ্চ ইনিংসটি ৭৪ রানের। তার আগে ৬০০০ রানে দ্রুততম পাকিস্তানি ছিলেন সাঈদ আনোয়ার (১৬২ ইনিংস)। ৬ হাজারের মাইফলকে পৌঁছার পর বাবরের গড় ৫৫.৭৩, যা সর্বোচ্চ। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল বেভানের গড় ছিল ৫৪.৭০।