
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আবারও আলোচনায় এসেছেন তার স্পষ্টভাষী অবস্থান ও নিজের নীতিগত দৃঢ়তায়। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতির মধ্যেই এক পুরোনো সাক্ষাৎকার ঘিরে নতুন করে শিরোনামে উঠে এসেছেন তিনি।
সাক্ষাৎকারে সাই পল্লবী বলেন, “তিনি এমন দর্শকদের জন্য কাজ করতে চান না, যারা নারীদের শুধুই শরীর বা বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করে। তার ভাষায়, “আমি চাই না এমন দর্শকের দৃষ্টি আমার দিকে পড়ুক, যারা আমাকে কেবল ‘মাংসপিণ্ড’ হিসেবে দেখে। আমি তাদের বিনোদনের খোরাক হতে রাজি নই।”
পোশাক নিয়েও সাই পল্লবীর রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। সহজ-সাবলীল পোশাকে তিনি স্বচ্ছন্দ। একসময় একটি নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর তার পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য আসায় তিনি নিজেকে অপমানিত ও অস্বস্তিকর মনে করেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এরপর থেকে পোশাক নির্বাচনে বাড়তি সচেতনতা রাখেন।
বর্তমানে সাই পল্লবীর ক্যারিয়ার রয়েছে ঊর্ধ্বমুখী। শিবকার্তিকেয়নের সঙ্গে ‘আমারান’ এবং নাগা চৈতন্যের সঙ্গে ‘থান্ডেল’—উভয় ছবিই বক্স অফিসে সফল হয়েছে। এখন তিনি ব্যস্ত নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিয়ে, যেখানে রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর।



































