বিদেশী বিলাসবহুল গাড়ির চাহিদা বাড়ায় জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বাজারে রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি হয়েছে। খবর সিনহুয়া। কোরিয়া অটোমোবাইল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বাজারে ১৮ হাজার ১১২টি আমদানিকৃত গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া টানা দ্বিতীয় মাসের মতো বিক্রির রেকর্ড গড়েছে বিদেশী গাড়ির বিক্রেতারা।
কোরীয় ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের ছিল জার্মান মোটরগাড়ি। জুলাইয়ে ৩ হাজার ৩৬৩টি বিএমডব্লিউ কিনেছেন কোরীয়রা। এরপর যথাক্রমে ছিল মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, অডি ও ফোর্ড। গত মাসে বিক্রীত বিদেশী গাড়ির ৮১ দশমিক ৮ শতাংশই ছিল ইউরোপীয় ব্র্যান্ডের। ১০ দশমিক ৯ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল জাপানি গাড়িগুলো। আর ৭ দশমিক ৪ শতাংশ নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্তবাণিজ্যের সুবাদে সেখানকার কারখানাগুলোয় নির্মিত বিলাসবহুল গাড়িগুলোর চাহিদা ক্রমশই বাড়ছে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়ার বাজারে।










































