এএফসি উইমেন’স এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা।
রবিবার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই ৫-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।
প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১০ মিনিটে মাঝমাঠ থেকে আসা লম্বা বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে গোল করেন শামসুন্নাহার জুনিয়র। এর পাঁচ মিনিট পরই স্বপ্না রানীর আড়াআড়ি পাস ধরে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা।
৪০তম মিনিটে মনিকার কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়, যা ডিফেন্ডার কোহাতি কিসকু টোকা দিয়ে জালে জড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। প্রথমটি প্রতিপক্ষের ভুলের সুযোগে, দ্বিতীয়টি শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাকে।
বিরতির পরেও ছন্দে ছিল বাংলাদেশ। ৬০তম মিনিটে শামসুন্নাহারের টোকায় রাওয়ান আল আলির পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এরপর ৭৪ মিনিটে একক দৌড়ে নিচু শটে স্কোরলাইন ৭-০ করেন মুনকি আক্তার। শেষ দিকে বদলি খেলোয়াড় সাগরিকার গোল অফসাইডের কারণে বাতিল হয়। আর তহুরার একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে ব্যবধান আর বাড়েনি।
আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে মিয়ানমার, ফলে তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।









































