বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
শেয়ার

স্মার্ট এগ্রিউইক এক্সপোতে অংশ নিতে চীনের তাইওয়ানে ডিসিসিআই


DCCI

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর আট সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এখন চীনের তাইওয়ানে আছেন। ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘তাইওয়ান স্মার্ট এগ্রিউইক এক্সপো-২০২৫’-এ অংশ নিচ্ছেন তারা।

ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদল কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও পশুখাদ্য, কোল্ড-চেইন, কৃষি-খাদ্য এবং টেকসই কৃষিতে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার লক্ষ্যে এক্সপোতে অংশ নিচ্ছে। সোমবার ডিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক্সপোতে অংশগ্রহণকারী কোম্পানিগুলো শিল্পখাতের নেতৃবৃন্দ ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে। তারা কৃষি ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং স্মার্ট কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি— এই পাঁচটি মূল নীতিকে ভিত্তি করে এ বছর এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এ এক্সপোতে এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের কৃষি খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়িক নেতা ও নীতিনির্ধারকরা অংশ নেবেন।