
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সর্বজনীন পেনশন স্কিমে জমা রাখা টাকার বিপরীতে ঋণ নেওয়ার নতুন সুবিধা চালু করেছে। তবে এই সুবিধা গ্রহণ করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, একসময় একাধিক ঋণ নেওয়া যাবে না। ঋণের জন্য আবেদন করতে হলে নিবন্ধনের পর কমপক্ষে ১২ মাস টানা চাঁদা জমা দিতে হবে অথবা পেনশনে ন্যূনতম এক লাখ টাকা জমা থাকতে হবে। ঋণ নেওয়া যাবে জমাকৃত টাকার ৫% থেকে ৫০% পর্যন্ত। এ ছাড়া ঋণের আবেদন করার আগের মাস পর্যন্ত নিয়মিত চাঁদা জমা দিতে হবে।
ঋণের জন্য আবেদন করতে হলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.upension.gov.bd) লগইন করতে হবে। এরপর মেনুবার থেকে ‘ঋণের আবেদন’ বাটনে ক্লিক করলে শর্তাবলি দেখা যাবে। সেগুলো পড়ে নিচে থাকা ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে। পরে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ঋণের পরিমাণ ও ফেরতের কিস্তি নির্ধারণ করে ‘আবেদন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করলেই প্রক্রিয়া শেষ হবে। ঋণ সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফেরত দেওয়া যাবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৫ হাজার ২৮০ জন নিবন্ধন করেছেন।








































