বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৮৯৬২২ টাকা


goldদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ইতিহাসের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। তার আগে আরও ৬ দফা বাড়ানো হয় দাম। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে এখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।

শুধু সোনা নয়, রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম বেড়ে হয়েছে ৩ হাজার ৪৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রূপা ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৩৫ টাকা।