বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩ অক্টোবর ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
শেয়ার

গাজামুখী ফ্লোটিলা আটক: কলম্বিয়ার কঠোর পদক্ষেপ, বিশ্বজুড়ে তীব্র নিন্দা


Sumud Flotilla

ফিলিস্তিনিদের সহায়তার জন্য স্পেন থেকে গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ত্রাণবাহী নৌযানগুলো আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, ইউরোপসহ নানা দেশে শুরু হয়েছে বিক্ষোভ।

কলম্বিয়ার কড়া প্রতিক্রিয়া

ঘটনাটিকে আন্তর্জাতিক অপরাধ বলে আখ্যা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আটক নৌযানে থাকা দুই কলম্বিয়ান নাগরিক- ম্যানুয়েল বেদোয়া ও লুনা বারেতোকে আটকের পর পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি কলম্বিয়ায় কর্মরত সব ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দেন। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তিও স্থগিত করেছেন।

প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। পরে এক্সে দেওয়া পোস্টে পেত্রো লিখেন, “ফ্লোটিলা আটক করে নেতানিয়াহু আরও একটি আন্তর্জাতিক অপরাধ করলেন।”

মালয়েশিয়ায় ট্রাম্পের সফর বাতিলের দাবি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আটক মালয়েশিয়ান স্বেচ্ছাসেবকদের মুক্তি না দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফর বাতিলের আহ্বান জানিয়েছে উমনো ইয়ুথ সংগঠন। সংগঠনের প্রধান ড. আকমল সালেহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সরকার কার্যকর পদক্ষেপ না নেয় তবে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী বিক্ষোভ হবে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের অধিকারকেই নয়, বরং বিশ্বের বিবেককেও অবজ্ঞা করেছে।”

Flotila

ভেনেজুয়েলার সমালোচনা

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইউভান গিল টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, “ফ্লোটিলার একমাত্র লক্ষ্য ছিল ক্ষুধা ও ধ্বংসের শিকার ফিলিস্তিনি জনগণের কাছে ৫ হাজার ৫০০ টন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক জলসীমায় এ হামলা ইহুদিবাদী সরকারের অপরাধী চরিত্র উন্মোচন করেছে।”

তুরস্ক ও আয়ারল্যান্ডের নিন্দা

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলা করে ইসরায়েল নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করেছে। আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দেশটি।

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস এক্সে লিখেছেন, “আজ রাতের ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক। এটি মানবিক বিপর্যয়ের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য একটি শান্তিপূর্ণ মিশন।”

ইউরোপজুড়ে বিক্ষোভ

ফ্লোটিলা আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইতালির নেপলস ও রোমসহ ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশন অবরোধ করে রাখে। রোমে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়।

স্পেন, জার্মানির বার্লিন, গ্রিসের এথেন্স এবং তুরস্কের ইস্তাম্বুলেও শত শত মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানায়।

Flotila

প্রেক্ষাপট

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসানতারার উদ্যোগে গঠিত এই ফ্লোটিলা দীর্ঘদিনের অবরোধ ভাঙার প্রয়াসে গাজামুখী যাত্রা শুরু করেছিল। ১৮ বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এ নৌযানবহর সেখানে পৌঁছাতে পারলে তা হতো গাজায় আন্তর্জাতিক নৌবহরের প্রথম নোঙর।

সূত্র: আলজাজিরা, বিবিসি ও সিএনএন