আবারও ব্যাটিং ব্যর্থতার চিত্র ফুটে উঠল বাংলাদেশের ইনিংসে। ১৯১ রানের সহজ লক্ষ্যও ছুঁতে পারল না মেহেদী হাসান মিরাজের দল। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল আফগানরা।
প্রথমে ব্যাট করে ১৯০ রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু জবাবে ২৮.৩ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। প্রথম ওভারেই ওমরজাইয়ের বলে শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্তও (৭) রান আউট হয়ে ফেরেন। সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও ২৩ বলে ২২ রানে বিদায় নেন।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজও (৪) টিকতে পারেননি। এরপর তাওহিদ হৃদয় (২৪), নুরুল হাসান সোহান (১৫), জাকের আলী (১৮)— কেউই দলকে জেতাতে পারেননি। রশিদ খান একাই বাংলাদেশের ব্যাটিং ধস নামিয়ে দেন, মাত্র ১৭ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।
এর আগে আফগানিস্তানের পক্ষে ইব্রাহিম জাদরান একাই লড়াই চালান। তার ১৪০ বলে ৯৫ রানের ইনিংসের উপর ভর করেই ১৯০ রান তোলে আফগানরা। বাংলাদেশের হয়ে মিরাজ ৩টি, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।
এই হারে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি কেবলই এখন সম্মান বাঁচানোর লড়াই।






































