
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন সরকারি কর্মচারীরা।
নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিতে ১:৪ অনুপাতে ১২তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে–স্কেলের গেজেট প্রকাশের আহ্বান জানিয়ে মহাসমাবেশ করেছে সরকারি কর্মচারীরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা–সরকারি এবং করপোরেশন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের বৈষম্যমূলক বেতন কাঠামোর কারণে সরকারি কর্মচারীরা আর্থিক সংকট ও হতাশায় ভুগছেন। তারা বলেন, ১২তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা স্কেল নির্ধারণ, বৈষম্যমুক্ত নবম পে–স্কেল প্রণয়ন এবং আগামী ১ জানুয়ারি থেকেই তা কার্যকর করতে হবে। বক্তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার–ফেস্টুন হাতে স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন। আয়োজক সংগঠনের নেতারা বলেন, সরকারের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকলেও বাস্তবায়নের সুনির্দিষ্ট অগ্রগতি না দেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশের সভাপতিত্ব করেন সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক ওয়ারেছ আলী মামুন। বিভিন্ন দপ্তরের কর্মচারীরাও বক্তব্য রাখেন এবং দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মহাসমাবেশ শেষে নেতারা স্পষ্ট করে বলেন—দাবি পূরণে অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।







































