শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ অক্টোবর ২০২৫, ৯:৫১ অপরাহ্ন
শেয়ার

নতুন পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে


Bangladesh-Government

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ জন্য নতুন রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন বলেন, “আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বর থেকে বাজেট সংশোধন শুরু হলে সেখানে নতুন পে-স্কেল কার্যকর করার বিধান অন্তর্ভুক্ত করা হবে।”

পে কমিশনের কাজ এগোচ্ছে

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান সম্প্রতি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে সুপারিশ জমা দেবেন।

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা হয়েছে ২৯ সেপ্টেম্বর। সভায় সিদ্ধান্ত হয়, কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে ব্যয় হিসাব করা হবে। কমিশন আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে বিস্তারিত সুপারিশ দেবে।

কাঠামোর রূপরেখা ও অনুপাত

কমিশনের একজন সদস্য জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত বর্তমানে ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখা হবে। বিদ্যমান ২০টি গ্রেড কমানো হলেও অনুপাত অপরিবর্তিত থাকতে পারে। প্রতিবেশী দেশগুলোতেও একই ধারা প্রচলিত।

বাড়তে পারে চিকিৎসা ও শিক্ষা ভাতা

কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে কর্মচারীরা চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এটি বাড়ানোর পাশাপাশি অবসর-পরবর্তী সময়ের জন্যও বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। সন্তানদের জন্য শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হবে।