শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ ডিসেম্বর ২০২৫, ২:১৬ অপরাহ্ন
শেয়ার

পুলিশের ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


Bangladesh Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ৩০ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া ৩০ কর্মকর্তাই সম্প্রতি অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তাঁরা নতুন দায়িত্বে কাজ শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাঠপর্যায়ের দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এই রদবদল করা হয়েছে।