শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ ডিসেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনকে ঘিরে অপচেষ্টা সরকার বরদাশত করবে না: প্রেসসচিব


Shafiqul Alam Press Sec

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিরতা বা অপচেষ্টা সরকার বরদাশত করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, অনৈতিক দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রেসসচিব বলেন, “দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে আছেন। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, যে নির্বাচন বানচাল করতে পারে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনৈতিক দাবি তুলে যারা নির্বাচন বানচাল করতে চাইবে, তারাও একইভাবে কঠোর ব্যবস্থার মুখোমুখি হবে।”

নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না- এমন প্রশ্নে প্রেসসচিব বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে। নির্বাচনে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই।”

তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এ বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।