শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১২ ডিসেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
শেয়ার

হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা


Hadi Tarique

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে গুলি করা হয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘটনার নিন্দা জানান।

বক্তৃতার শুরুতেই তিনি বলেন, পল্টন এলাকায় দুষ্কৃতকারীর গুলিতে শরিফ ওসমান হাদির গুরুতর আহত হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, যাতে দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তার করা যায়। ছাত্রদলসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদি গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা সংকটাপন্ন।