রবিবার । ডিসেম্বর ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
শেয়ার

ইসির পরিপত্র জারি

৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত


EC Bhobon

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) পরিপত্র-২ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট অর্জন করতে হবে। এ শর্ত পূরণে ব্যর্থ হলে প্রার্থীর জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হবে।

ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ পরিপত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য প্রদান, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। এই অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেওয়া যাবে। জামানতের অর্থ বাংলাদেশ ব্যাংক, যেকোনো তফসিলি ব্যাংক অথবা সরকারি ট্রেজারি কিংবা সাব-ট্রেজারিতে নির্ধারিত কোড নম্বর ১০৯০৩০২১০১৪৪৩-৮১১৩৫০১-এর মাধ্যমে জমা দিতে হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যদি নির্ধারিত ৮ ভাগের ১ ভাগ ভোট অর্জনে ব্যর্থ হন, তাহলে তার জমা দেওয়া জামানতের অর্থ বাজেয়াপ্ত হবে।

একই নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলে একটি জামানতই যথেষ্ট হবে। তবে অতিরিক্ত মনোনয়নপত্রের সঙ্গে জামানত জমার চালানের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, জামানতের বাইরে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

নির্বাচন কমিশন বলছে, নির্বাচন প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও আইনানুগ করতে এসব বিধান কঠোরভাবে অনুসরণ করা হবে। প্রার্থীদের জন্য নির্ধারিত শর্ত ও নিয়ম মেনে মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইসি।