
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’। ফলে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে ঢাকার যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তাতে বলা হয়েছে, আজ যেসব আবেদনকারীর জমা দেয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদেরকে পরবর্তীতে নতুন একটি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে।
চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির সম্পর্ক টানাপোড়নের মধ্যে রয়েছে। এর মধ্যে দেশটিতে পালিয়ে গিয়ে অবস্থান করছে আওয়ামী লীগের হাজার হাজার নেতকর্মী। এর মধ্যে আদালতের রায়ে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে ঢাকা। কিন্তু এ নিয়ে দিল্লি এখনো কোনো জবাব দেয়নি।








































