
নতুন এই সিনেমার গল্প শুরু হবে ঠিক সেখান থেকেই, যেখানে প্রথম কিস্তি শেষ হয়েছিল
২০০৯ সালে বলিউডের বক্স অফিসে ঝড় তোলা সেই ‘থ্রি ইডিয়টস’ আবারও ফিরছে, তবে এবার এক নতুন চমক নিয়ে। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিচালক রাজকুমার হিরানি নির্মাণ করতে যাচ্ছেন এই ব্লক বাস্টারের সিক্যুয়াল, যার নাম রাখা হয়েছে ‘ফোর ইডিয়টস’। তবে এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো—তিন বন্ধুর এই দলটিতে যুক্ত হতে চলেছেন বলিউডের প্রথম সারির আরও একজন জনপ্রিয় সুপারস্টার।
ভারতীয় সংবাদমাধ্যম হাঙ্গামা এক্সপ্রেসের বরাত দিয়ে জানা গেছে, সিনেমার চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। নতুন এই সিনেমার গল্প শুরু হবে ঠিক সেখান থেকেই, যেখানে প্রথম কিস্তি শেষ হয়েছিল। অর্থাৎ, ১৫ বছর পর ব়্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন কোন দিকে মোড় নিয়েছে এবং তাঁদের বন্ধুত্ব এখন কোন পর্যায়ে—সেটিই ফুটিয়ে তোলা হবে এই সিনেমায়।
সিনেপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর হলো, আগের সিনেমার মূল চার তারকা অর্থাৎ আমির খান, মাধবন, শারমন জোশি এবং কারিনা কাপুর খান থাকছেন এবারের মিশনেও। তবে তাঁদের সঙ্গে যুক্ত হওয়া সেই চতুর্থ ‘ইডিয়ট’ বা সুপারস্টারটি কে, তা নিয়ে এখনো রহস্য বজায় রেখেছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, নতুন এই চরিত্রের অন্তর্ভুক্তি গল্পে যোগ করবে সম্পূর্ণ ভিন্ন মাত্রা।
জানা গেছে, সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘ফোর ইডিয়টস’-এর শুটিং। চিত্রনাট্যে এমন কিছু উপাদান রাখা হয়েছে যা প্রথম সিনেমার মতোই হাস্যরস, আবেগ আর সামাজিক বার্তার মিশেল হবে।
এখন দেখার বিষয়, ব়্যাঞ্চোর জ্ঞান আর ফারহান-রাজুর বন্ধুত্বের রসায়নে নতুন কোন সুপারস্টার যুক্ত হয়ে সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।





































