রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২১ ডিসেম্বর ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন
শেয়ার

বাবার মতোই পুরস্কারপ্রেমী আরিয়ান! প্রথম অ্যাওয়ার্ড কেন পেলেন মা?


Ariyan Khan

পর্দায় এখনো আসেননি, তবে পর্দার পেছনের কারিগর হিসেবে নিজের জাত চেনালেন বাদশাপুত্র আরিয়ান খান। জীবনের প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কার হাতে তুললেন তিনি। আর সেই বিশেষ মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে বাবার মতো পুরস্কারের প্রতি ভালোবাসার কথা জানালেও, নিজের এই অর্জন উৎসর্গ করলেন মা গৌরী খানকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) একটি জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরিয়ান খানকে ‘বছরের সেরা নবাগত পরিচালক’ (Best Debut Director) হিসেবে পুরস্কৃত করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া তার পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ (Bad’s of Bollywood)-এর সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন তিনি।

পুরস্কার হাতে নিয়ে আরিয়ান তার স্বভাবসুলভ গম্ভীর কিন্তু রসিক ভঙ্গিতে বলেন, “আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে আমার জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয় বরং আমি আমার মাকে উৎসর্গ করতে চাই।”

Ariyan Khan

এর পেছনে মজার একটি কারণও ব্যাখ্যা করেন আরিয়ান। তিনি বলেন, “মা আমাকে ছোটবেলা থেকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাউকে কখনও খারাপ কথা বলো না বা গালিগালাজ করো না। আজ সেই শিক্ষাগুলোই আমার প্রথম সিরিজে প্রয়োগ করতে পেরেছি এবং এই পুরস্কার পাচ্ছি। আশা করি, আজ রাতে বাড়ি ফিরলে মায়ের বকুনি একটু কম খাবো।” আরিয়ানের এই কথা শুনে মিলনায়তনে হাসির রোল পড়ে যায়।

আরিয়ান পরিচালিত প্রথম এই সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। স্ট্রিমিং শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই এটি বিশ্বব্যাপী অ-ইংরেজি শোগুলোর তালিকায় পাঁচ নম্বরে উঠে আসে। শুধু তাই নয়, বিশ্বের ১৪টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশে শীর্ষস্থান দখল করে নিয়েছিল আরিয়ানের এই কাজ।

পুরস্কার গ্রহণের এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। নেটিজেনরা আরিয়ানের মধ্যে শাহরুখ খানের সেই চেনা আত্মবিশ্বাস ও রসবোধের ছায়া খুঁজে পাচ্ছেন।