
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, দেশে ‘ডেমোক্রেসির’ পরিবর্তে ‘মবোক্রেসি’ মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারের দুর্বলতা ও অবহেলার কারণেই পরিস্থিতি এমন হয়েছে এবং এটি অবিলম্বে শক্ত হাতে দমন করা প্রয়োজন।
তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের হামলার আগাম আশঙ্কা থাকা সত্ত্বেও তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা নিতে ব্যর্থ হলো কেন।
তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের একটি শক্তিশালী স্তম্ভ, এবং দেশের স্বার্থে সবার ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি পেলে গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৮ বছরের দীর্ঘ নির্বাসনের পর তাঁর দেশে ফেরা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে জনগণ আশা করছে। অনুষ্ঠানে গণমাধ্যম সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।






































