রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৫ মে ২০১৫, ২:৩৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি


bangladesh-vs-indiaভারতের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ভারতীয় দল ঢাকায় পৌঁছাবে আগামী মাসের সাত তারিখ। সিরিজের প্রথম অংশে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচ। পরে দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে।

জুন- জুলাই মাসে সাধারণত বৃষ্টি হয় বাংলাদেশে; এ কথা মাথায় রেখে তিন ওয়ানডের প্রতিটির জন্য একদিন করে সংরক্ষিত দিন রাখা হচ্ছে। ফলে নির্দিষ্ট দিনে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে সংরক্ষিত দিনে অনুষ্ঠিত হবে খেলা।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব উসমান আলি স্টেডিয়াম। পরে তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। তিনটি ওয়ানডেই হবে দিবারাত্রির ম্যাচ।

ভারত সিরিজের চূড়ান্ত সূচি

ম্যাচতারিখভেন্যু
একমাত্র টেস্ট ম্যাচ১০ থেকে ১৪ জুন, ২০১৫খান সাহেব উসমান আলি স্টেডিয়াম, ফতুল্লা
প্রথম ওয়ানডে১৮ জুন, ২০১৫ (১৯ জুন সংরক্ষিত দিন)শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে২১ জুন, ২০১৫ (২২ জুন সংরক্ষিত দিন)শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
তৃতীয় ওয়ানডে২৪ জুন, ২০১৫ (২৫ জুন সংরক্ষিত দিন)শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর