যারা খুব সস্তায় স্মার্টফোন কিনবেন বলে সুযোগ খুঁজছেন তাদের জন্য নতুন খবর। দক্ষিণ কোরিয়ার একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভারতে হ্যান্ডসেট উৎপাদনে যাচ্ছে। এজন্য ভারতের একটি স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যৌথভাবে নির্মিত এই ফোনগুলো হবে বাজারের সবচে সস্তা ফোন।
সস্তার ফোনের বাজারে এ যেনো এক বিপ্লব। প্রতিষ্ঠানটি দাবি করছে তারা মাত্র ৪৯৯ রুপিতে গ্রাহকদের হাতে স্মার্টফোন তুলে দেবে। সেই ফোনে থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ ইন্টারনেটের সমস্ত রকম সুবিধা।
সস্তার এই ফোনে থাকবেও ভিজিএ ক্যামেরাও। থাকবে নানারকম গেমসও। ৬ মাস ওয়ারেন্টির সুবিধাও দেওয়া হবে এই ফোনগুলোতে।
তবে কবে থেকে এই ফোন বাজারে আসবে, বা কোন ভারতীয় কোম্পানি এই ফোন আনছে তা জানা যায়নি।
সস্তার স্মার্টফোনের বাজার ধরতে তত্পরতা বেশ ক’ বছর ধরেই শুরু হয়েছে। কিন্তু তাই বলে ৪৯৯ রুপিতে! এখন দেখার এত কম দামে ফোন বিক্রি করে কোম্পানি কতটা লাভ ঘরে তুলতে পারে।
৪৯৯ রুপিতে যদি ফোনটি ভারতের বাজারে মেলে তবে বাংলাদেশি টাকায় এটির মূল্য হবে ৬০০ টাকার মত।








































