শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ অক্টোবর ২০১৫, ৮:০৫ অপরাহ্ন
শেয়ার

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম


Shafiul-Alam২১তম মন্ত্রিপরিষদ সচিব হলেন মোহাম্মদ শফিউল আলম। তিনি প্রশাসনের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন শফিউল আলম।  এর আগে দীর্ঘ দিন তিনি প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব ছিলেন। ১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা শফিউল আলম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর তিনি পিআরএলে যাবেন।

১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর উত্তীর্ণ শফিউল যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন।