বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ মে ২০১৩, ৮:২৪ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ মেলায় কোরিয়া একচেঞ্জ ব্যাংকের ইজি একাউন্ট খোলার সুযোগ


এলান খান চৌধুরী, ২১ মে ২০১৩:
 
রেমিটেন্স পাঠানোর জন্য সবচেয়ে সুবিধাজনক একাউন্ট ইজি ওয়ান একাউন্ট। কোরিয়া একচেঞ্জ ব্যাংক (কেইবি) বাংলাদেশ মেলায় সহজেই ইজি একাউন্ট করার সুযোগ করে দিচ্ছে।

img1719আগামী ২ জুন বাংলাদেশ আনসান কমিউনিটির উদ্যাগে আনসানে বাংলাদেশ মেলা অনুষ্টিত হতে যাচ্ছে।

বাংলাদেশ মেলায় কেইবি ব্যাংকের স্টলে সকল বাংলাদেশীদের জন্য এই সেবা দেওয়া হবে। ইজি একাউন্ট করার জন্য পাসপোর্ট এবং আইডি কার্ড (এলিয়েন কার্ড)সাথে নিয়ে আসতে হবে। যদি আইডি কার্ড না থাকে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড বা দেশের ড্রাইভিং লাইসেন্স সাথে আনতে হবে।