শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩ মে ২০১৬, ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের রকেট হামলায় ৪ বেসামরিক নাগরিক নিহত


w10সিরিয়ার আলেপ্পো নগরীতে সরকার নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার বিদ্রোহীদের রকেট হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে এএফপি’র এক খবরে বলা হয়, অস্ত্রবিরতি প্রচেষ্টা জোরদার থাকায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর পক্ষ থেকে কোন বিমান হামলা চালানো হয়নি।

গত ২২ এপ্রিল থেকে সহিংসতা বৃদ্ধির পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এ নগরীতে আড়াইশ’র বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারায়।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, বিদ্রোহীদের গোলা বর্ষণে সর্বশেষ নিহত চারজনের মধ্যে একটি শিশু রয়েছে।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, বিদ্রোহীদের এ হামলায় ৩৭ জন আহত হয়।

এএফপি’র সংবাদদাতা জানান, বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরীর পূর্বাঞ্চল শান্ত ছিল। পর্যবেক্ষণ সংস্থা জানায়, ওই এলাকায় নতুন করে বিমান হামলা চালানোর কোন খবর পাওয়া যায়নি।