ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। তবে কিউই বোলারদের বোলিং তোপে মাত্র ১০৫ রানেই অল আউট হয়ে গেছে দলটি।
ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ৪ রানেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার ফখর জামান (৩) ও উমর আমিন (০)। এরপর দ্রুত বিদায় নেন মোহাম্মদ নেওয়াজ (৭), হ্যারিস সোহেল (৯)।
তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বিপর্যয় থেকে রক্ষার চেষ্টা করেন বাবর আজম। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন হাসান আলী। এই দুইজন ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছায়নি।
কিউইদের পক্ষে টিম সাউদি ও সেথ র্যান্স নেন ৩ টি করে উইকেট। এছাড়া দুই উইকেট পান মিশেল স্ট্যান্তনার।







































