Search
Close this search box.
Search
Close this search box.

নেকাব খুলতে বলায় বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ড্যানিশ মুসলিম নারী

muslim-womenড্যানিশ এক মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকেই ফেরত গেলেন। ওই নারীকে বিমানবন্দরে নেকাব খুলতে বলা হয়েছিল। সে সময় পর্দানশীল ওই মুসলিম নারী নেকাব খুলতে অস্বীকৃতি জানান। সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ব্রাসেলস বিমানবন্দরে ওই নারী আলাদা কোনো রুমে নিয়ে নারী কর্মকর্তা দিয়ে চেক করার কথা জানিয়েছিলেন। তবে এতে অস্বীকৃতি জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

chardike-ad

পর্দাশিল এই নারীও জনস’ম্মুখে এবং কোনো পুরুষের সামনে নেকাব খুলতে ইচ্ছুক নন, তাই উনি বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই আবার তিউনিসিয়ায় ফিরে যান।

সংখ্যাগ’রিষ্ট খৃস্টান দেশের একজন সংখ্যাল’ঘু মুসলিম নারী হওয়ার পরও পর্দার প্রতি তাঁর সম্মান ও ধর্মভীরুতায় সত্যি মুগ্ধ। এ ঘটনার পরই ওই নারী বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই তিউনিসিয়ায় ফিরে যান।

সুত্র: আল জাজিরা