Search
Close this search box.
Search
Close this search box.

litonসংযুক্ত আরব আমিরাতের শারজাহে সড়ক দুর্ঘটনায় কাজী মুহাম্মদ নুরুজ্জামান লিটন (৩৬) নামের বাংলাদেশের চট্টগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় শারজাহের বিএম ডব্লিউ ইউনিয়ন মলের কাছে গাড়ি পার্ক করে একটি সার্ভিস রোড পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মিতসুবিশি পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

chardike-ad

পরে তাকে শারজাহর আল কাসেমী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন ফরহাদাবাদ ইউনিয়নের মুল্লুক শাহ কাজী বাড়ির মুক্তিযোদ্ধা আবুল বশরের পুত্র। নিহতের স্ত্রী, চার বছরের এক পুত্র, দেড় বছরের মেয়ে রয়েছে।

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও পাকিস্তানী চালককে আটক করেছে। বর্তমানে মরদেহ আল কাসেমী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নিয়ে যাওয়া হবে।