চীনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

turagচীনের জিয়াংসু প্রদেশে চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে অধ্যয়নরত তুরাগ চৌধুরী ওরফে রিক (২০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তুরাগের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।

জানা গেছে, ঠিকাদার ব্যবসায়ী ফারুক চৌধুরীর একমাত্র ছেলে রিক। তুরাগ সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রোকনউদ্দিন চৌধুরীর নাতি।

কলেজে অধ্যয়নরত তুরাগের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুরাগ তিন বছর ধরে চীনের চ্যাংঝু ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রি কলেজে হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী ছিল।

নিহত শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরিও করত। মঙ্গলবার ভোর ৪টায় কাজ শেষে ছাত্রাবাসে ফিরছিল। পথে তাকে বহনকারী অটোবাইকটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল পর্যন্ত তুরাগের মরদেহ রাস্তাতেই পড়ে ছিল।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আসা করা যাচ্ছে শিগগিরই মরদেহ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। হাসপাতালের ডাক্তার বলেছেন, মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

এদিকে, একমাত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে তার মা তানিয়া আক্তার তিথির আহাজারীতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
LinkedIn
Email