ওয়ানডে বিশ্বকাপে দল কমানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি। তারপরও ১০ দলের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তেই অটল রয়েছে আইসিসি। ফলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলো ভালো খেলেও বিশ্ব আসরে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে না।
তবে ওয়ানডে বিশ্বকাপে দল কমিয়ে আনলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও দল বাড়ানোর পরিকল্পনা করছে আইসিসি। ব্রিটিশ গণমাধ্যম ‘টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এসেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দল থেকে ২০ দলে উন্নীত করার চিন্তা করছে তারা।
তবে সেটা চলতি বছর (২০২০ সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ) থেকে নয়। নয় আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০২৩-৩১ সালের চক্রে ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির।
এমনিতে দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে। তবে ২০১৬ সালের পর ২০১৮ সালে সেটা হয়নি। সেই বিরতি পুষিয়ে নিতে টানা দুই বছর দুটি বিশ্বকাপ হতে যাচ্ছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ায়, ২০২১ সালে ভারতে।
এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪ সালে। সেটি থেকেই ২০ দলের বিশ্বকাপ করার পরিকল্পনা আইসিসির। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি মনে করছে টি-টোয়েন্টি ফরমেটটাই এই খেলাটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার সেরা মাধ্যম। এই ফরমেটের মাধ্যমেই ক্রিকেটকে ফুটবল, বাস্কেটবলের মতো জনপ্রিয় করে তোলা সম্ভব বলে মনে করছে আইসিসি।
টুর্নামেন্টে দল বাড়লে সুযোগ মিলতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, নেপাল, নাইজেরিয়ার মতো দেশগুলোর। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হয়েছে। সেখানে বেশ জনপ্রিয়তাও দেখা গেছে এই ফরমেটের।