বেলজিয়ামে ব্রাসেলসে সড়ক দুর্ঘটনায় নাইমুল ইসলাম (১৬) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। রোববার রাতে ব্রাসেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্রাসেলসের এক্সেল এলাকায় দুর্ঘটনায় আহত হয় নাইমুল। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, নাইমুল ব্রাসেলসে প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে মারাত্মক আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাইমুল। এদিকেে এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে দেশটির পুলিশ সূত্র জানিয়েছে। নাইমুলের পৈতৃক বাড়ি টাঙ্গাইলেয়। তবে তার জন্ম বেলজিয়ামে। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।