Search
Close this search box.
Search
Close this search box.

momena-lebanonলেবাননে শ্বাসকষ্টে মোমেনা বেগম (৩৬) নামে এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় দেশটির কেরেন্তিনা হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালটির হিমঘরে আছে।

জানা গেছে, মোমেনা বেগম দীর্ঘ ৮ বছর আগে গৃহকর্মীর ভিসা নিয়ে লেবানন আসেন। তিনি মুকাল্লেস এলাকায় নিজ রুমে ৪ দিন যাবত ঠান্ডাজনিত সমস্যায় অসুস্থ ছিলেন। শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাকে কেরেন্তিনা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

মোমেনা বেগমের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার চরভাদ্রসন উপজেলার বোদ্দাঙ্গি গ্রামে। তার স্বামীর নাম ওবায়দুর রহমান। এ বিষয়ে বৈরুত দূতাবাসের শ্রম সচিব জানান, প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ দ্রুত সময়ে পরিবারের কাছে পাঠানো হবে।