Search
Close this search box.
Search
Close this search box.
kuwait
ফাইল ছবি

কুয়েতের এক নাগরিককে হত্যার পর আগুনে পোড়ানোর অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির নাম আল হামেদি সায়েম আল রাশিদি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই কুয়েতিকে নির্মমভাবে হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করে দেশটির জাহরা ক্রিমিনাল বিভাগ।

তদন্ত বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ২ বাংলাদেশি ওই কুয়েতি নাগরিককে হত্যার পরে মরদেহ পুড়িয়ে মরুভূমিতে ফেলে দেয়। এর আগে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির জাহারার অদূরে আরারাহ মরুভূমি থেকে নিহত ওই ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

chardike-ad

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত বাংলাদেশিরা তাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আর্থিক লেনদেন জনিত কারণেই এ হত্যাকাণ্ড হয়। দেশটির তদন্ত বিভাগ থেকে বলা হয়েছে, হত্যার তদন্ত চলছে। সন্দেহভাজন আটক বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করেনি তারা।