Search
Close this search box.
Search
Close this search box.

করোনা আতঙ্কে ৭০ হাজার বন্দিকে মুক্তি দিলো ইরান

iranশনাক্তস্থল চীন এবং দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমে এলেও বিশ্বের বিভিন্ন দেশের চিত্র উল্টো। বিশেষ করে ইরান ও ইতালিতে প্রতি মুর্হূতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার তথ্য মিলছে। এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় ৭০ হাজার বন্দিকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানে প্রকাশিত সংবাদের বরাতে বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি এ তথ্য জানান।

সে তথ্যের ভিত্তিতে সোমবার (০৯ মার্চ) এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে মুক্তি পাওয়াদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক রয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

শেষ খবর পর্যন্ত ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইশ ৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ।

অন্যদিকে উত্তরাঞ্চলীয় এলাকায় দেড় কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রেখেছে ইতালি। দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনশ ৬৬ জন। আর আক্রান্ত হয়েছেন সাত হাজার তিনশ ৭৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। দ্রুত ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভাইরাসটি বিশ্বের একশ আটটি দেশে এর অস্তিত্ব জানান দেয়। যেখানে রয়েছে বাংলাদেশের নামও। আর এতে শেষ খবর পর্যন্ত তিন হাজার আটশ ৮৪ জনের মৃত্যু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Email