Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ান স্ত্রীকে হত্যার দায়ে জাপানিজের ১২ বছরের জেল

ডেস্ক রিপোর্টঃ কোরিয়ান স্ত্রীকে হত্যার দায়ে এক জাপানিজকে ১২ বছরের জেল দিয়েছে সে দেশের আদালত। ৫১ বছর বয়সী জাপানিজ হিদেও ইয়ামাগুছি ২০১০ সালে তার স্ত্রী চো ইয়ং জো (৪১)কে ২২ টুকরো করে নৃসংশভাবে হত্যা করে। চো তার স্বামীকে তার বন্ধুর কাছ থেকে ৫লাখ ইয়েন ধার করে দেন চো সেই ধার ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকলে হিদেও এই নির্মম হত্যাকান্ডটি ঘটান। ইয়ামাগুছিকে চুরির জন্যও সাজা প্রদান করা হয়েছে।তিনি তার স্ত্রীর ক্রেডিট কার্ড চুরি করে ব্যবহার করেন বলে প্রমানিত হয়। ইয়াকোহামার আদালত বলেন তাকে হত্যাকান্ডের জন্য ২০ বছর এবং চুরির দায়ে ১০ বছর মোট ৩০ বছর কারাদন্ড দেওয়া যেতে পারত। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবি দাবি করেন পাঁচ বছরের সাজা যথেষ্ট ছিল। কারন এই হত্যাকান্ড ছিল নিচক একটা দুর্ঘটনা। সে চো’কে মেরে ফেলার জন্য ধাক্কা দেয়নি বরং ধাক্কা খেয়ে অনাখাংখিতভাবে চো’র মৃত্যু ঘটে।
আদালতের বাইরে এই হত্যাকান্ডের জন্য কঠিন শাস্তি দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে চো’র বোন এবং তার আত্নীয়স্বজনরা।