Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

সিউল, ৩ জুন ২০১৪:

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রহমত উল্লাহ নামের এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে গুলিবিদ্ধ হয়ে তিনি সোমবার সকালে মারা যান। দক্ষিণ আফ্রিকার হাফটন এস্টেট শহরে সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার বাড়ির পাশে চৈটু ওলান্ডো এলাকায় চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে। নোয়াখালী প্রতিনিধির পাঠানো খবরে জানা যায়, নিহত রহমত উল্লাহ নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ড ঘোষবাগের মোহাম্মদ আবদুলের ছেলে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে রোববার রাতে গুলি করে পালিয়ে যায়। নিহত রহমতের বন্ধু বাহার উদ্দিন ও তার ভাই শহিদ জানান, রোববার রাতে তিন সন্ত্রাসী রহমতের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আসে।

chardike-ad

다운로드 (7)তখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছিলেন তিনি। সন্ত্রাসীরা চাঁদা দাবি করে তাকে দোকান খুলতে বললে বাকবিত-া হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা প্রথমে রহমতের বুকে একটি ও পরে তার পেটে আরেকটি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহরের বারা হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে তার মৃত্যু হয়। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা যান রহমত উল্ল্যাহ। মাস কয়েক বাদে বাংলাদেশে আসার কথা ছিল তার।