Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার আলোচনার প্রস্তার নাকচ উ. কোরিয়ার

সিউল, ১২ জুন ২০১৪:

উত্তর কোরিয়া বৃহস্পতিবার দক্ষিণ কোরীয় মিশনারী প্রশ্নে দক্ষিণ কোরিয়ার আলোচনার আহ্বান নাকচ করে দিয়েছে। গুপ্তচরবৃত্তি ও গোপন গির্জা পরিচালনার অভিযোগে ওই মিশনারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

chardike-ad

119375মঙ্গলবার দক্ষিণ কোরিয়া কিম জিয়োং-উক নামের ওই মিশনারির ব্যাপারে সিদ্ধান্তের জন্য সীমান্তবর্তী পানমুনজম অস্ত্রবিরতি গ্রামে উভয়পক্ষের মধ্যে এক বৈঠকের প্রস্তাব দেয়। দক্ষিণ কোরিয়ার ওই প্রস্তাবের দুই দিন পর উত্তর কোরিয়া জানায়, কিমের শাস্তি নিয়ে বিতর্ক হওয়া উচিত নয়। কারণ তিনি দেশের আইন ভঙ্গ করেছেন এবং প্রচলিত আইন অনুযায়ীই তাকে শাস্তি দেয়া হবে। গত অক্টোবরে উত্তর কোরিয়ায় কিমকে আটক করা হয়।

অন্যান্য কর্মী ও মিশনারীরা জানান, কিম চীনের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্ত নগরী ডানডংয়ে উত্তর কোরিয়ার শরনার্থীদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করতেন। উত্তর কোরিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতা স্বীকৃত হলেও দেশটিতে এর বাস্তব কোন প্রয়োগ নেই।