Search
Close this search box.
Search
Close this search box.

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

সিউল, ১৮ জুন ২০১৪:

এশিয়ার পাওয়ার হাউস দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ শুরু হলো ড্র দিয়ে। কুইয়াবা স্টেডিয়ামে আজ রাশিয়ার সাথে ১-১ গোলে ড্র করে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দক্ষিণ কোরিয়া প্রাধান্য বিস্তার করে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় ই গুন হে’র গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ৭৪ মিনিটে রাশিয়ার কেরজাকভ গোল করে সমতা ফিরিয়ে আনে। এরপর দুইদলই আক্রমণাত্মক খেলেও আর গোলের দেখা পায়নি।

chardike-ad

2375556_big-lnd২০০২ সালে সেমিফাইনালে খেলা দক্ষিণ কোরিয়ার লক্ষ্য দ্বিতীয় পর্বে খেলা। আজকের খেলা ড্র হওয়ায় গত তিনবারের বিশ্বকাপের ধারাবাহিকতা ভাঙ্গল দক্ষিণ কোরিয়া। আগের তিন বিশ্বকাপে জয় দিয়েই শুরু করেছিল এশিয়ার অন্যতম প্রতিনিধি।