Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল বিশ্বকাপে মুখোমুখি দুই ভাই

২০ জুন ২০১৪:

এবারই প্রথম নয়, ২০১০ বিশ্বকাপে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে প্রথমবারের মতো দুই ভাই ঘানার নিয়মিত ফরোয়ার্ড কেভিন প্রিন্স বোয়াটেং ও জার্মান ডিফেন্ডার জেরোমি বোয়াটেং মুখোমুখি লড়াইয়ে নেমে রীতিমতো ইতিহাস গড়েন। বিশ্বমঞ্চে ফের মুখোমুখি এ দুই ভাই। ব্রাজিল বিশ্বকাপে আগামীকাল জার্মানি-ঘানা ম্যাচে এ দুই ভাইয়ের দ্বৈরথ ছড়াচ্ছে ভিন্ন ধরনের উত্তাপ।

chardike-ad

3189432695ভিন্ন মায়ের ঔরসে জন্মালেও একই পিতার দুই সন্তান কেভিন ও জেরোমি। কিন্তু একজন লড়বেন পিতার দেশের হয়ে, অন্যজন জন্মসূত্রে জার্মানির হয়ে। গত বিশ্বকাপে এ দুই ভাইয়ের লড়াই ছিল আলোচনার কেন্দ্রে। ব্যতিক্রম হচ্ছে না এবারো।

এমনিতে দুই ভাই নিয়মিতই ফোন বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ রাখেন। তবে এ ম্যাচের আগে তাদের যোগাযোগ একেবারেই বন্ধ। এ সম্পর্কে বর্তমানে জার্মানির শালকে ক্লাবে খেলা প্রিন্স বোয়াটেং বলেন, ‘সম্প্রতি আমাদের মাঝে যোগাযোগ হয়নি। আমরা দুজনই এখন নিজেদের প্রতি বেশি নজর দিচ্ছি।’

আফ্রিকা বিশ্বকাপে এ দুই ভাইয়ের মুখোমুখি লড়াইয়ের স্মৃতিটা খুব সুখকর নয়। বিশ্বকাপের ঠিক আগে আগে কেভিন বোয়াটেংয়ের কড়া ট্যাকলে ওই সময়ের জার্মান অধিনায়ক মাইকেল বালাকের পা ভেঙে যায়। ফলে শেষ হয়ে যায় বালাকের বিশ্বকাপ। আর এতে পুরো জার্মানির শত্রু বনে যান কেভিন। বিশ্বকাপের ম্যাচে ঘানা ০-১ গোলে হেরে যায় জার্মানির কাছে। এবারের দ্বৈরথেও ফেভারিট পর্তুগালকে ৪-০ গোলে হারায় জেরোমি বোয়াটেংয়ের জার্মানি। কিন্তু তার পরও নিজেদের এগিয়ে রাখছেন শালকের ফরোয়ার্ড কেভিন। তার কথায়, ‘আগে যা-ই হোক না কেন, এবার আমরা জিততেই পারি। তবে আমার একমাত্র চাওয়া এবার যেন কেউ আহত না হয়।’

সেসঙ্গে এ খেলাকে প্রাচীন রোমের লড়াইয়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘এটি প্রাচীন রোমের মতোই। এখানে গ্যালারিজুড়ে বসে থাকা দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করবে দুই দলের লড়াই দেখতে। জার্মানির বিরুদ্ধে মরণপণ লড়াই করব আমরা।’
গত বিশ্বকাপে বালাকের পা ভেঙে দেয়ায় বায়ার্নে খেলা তার ছোট ভাই জেরোমির সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল কিনা জানতে চাইলে কেভিন প্রিন্স বলেন, ‘সে সময় আমাদের কিছু বিষয় নিয়ে তর্ক হয়েছিল। এর বেশি কিছু না।’ এএফপি