Search
Close this search box.
Search
Close this search box.

'আফগান সিরিজে খুবই অনিশ্চিত সাকিব'

 

chardike-ad

নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলদেশ দল। এরপর ওয়েস্ট ইন্ডিজ যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজ খেলতে। নভেম্বরের ওই ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খুবই অনিশ্চিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানান, খেলার জন্য যেমন মানসিক প্রস্তুতি থাকা দরকার, যেমন অনুশীলন করা দরকার, সাকিব এসবের মধ্যে ওইভাবে নেই। সুতারাং আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি খুবই অনিশ্চিত। তবে সাকিবের ওই সিরিজে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে অনুশীলনে সে খুব একটা নেই। দলের সঙ্গে নতুন করে যোগ দেওয়ার আগে কিছুটা সময় লাগবে। পরবর্তী সিরিজে তার খেলার বিষয়টি খুবই অনিশ্চিত। আমি বলছি না যে, খেলবে না। মনে হচ্ছে এই সফরটা মিস করবে। তার খেলার বিষয়ে আমরা এখনো কাজ করছি। তার ঢাকায় টেস্ট খেলা একদম নিশ্চিত ছিল।’

বিসিবি সভাপতি জানান, ঢাকায় টেস্ট খেলতে না পেরে সাকিব মানসিকভাবে কিছুটা হতাশ ছিলেন। এরপর হয়তো সেভাবে অনুশীলন করেনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে না খেলাই দল ও দেশের জন্য ভালো হবে ভেবেছে। এছাড়া দেশে সম্ভব না হলেও দেশসেরা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারের বিদেশের মাটিতে খেলতে অসুবিধা নেই বলে মন্তব্য করেছেন ফারুক আহমেদ। তবে দেশে তাকে খেলার সুযোগ করে দিতে কাজ করছেন তারা।