Search
Close this search box.
Search
Close this search box.

রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যু আরেকটি চক্রান্ত

 

chardike-ad

রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুকে আরেকটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেটা কোনো ইস্যুই নয়, সেই ইস্যুকে সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিয়ে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর এবং দলটি নিষিদ্ধের যে দাবি উঠেছে, এ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরো বলেন, ‘এটা তো আরেকটি চক্রান্ত শুরু হয়েছে। দেশে একটি অনিশ্চয়তা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এসব কথা বলা হচ্ছে। যেটা কোনো ইস্যুই না, সেটাকে ইস্যু বানানো হচ্ছে।’ মির্জা ফখরুল এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে সাবিহউদ্দিন আহমেদের স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে সাবিহউদ্দিন আহমেদ দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সব সময় স্মরণে থাকবেন।