রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

১ম ম্যাচেই বাংলাদেশকে ধসিয়ে আফগানিস্তানের জয়


বাংলাদেশকে ধসিয়ে আফগানিস্তানের জয়

 

শারজায় বাংলাদেশের অদ্ভুত এক সময় কাটলো। বোলিংয়ে দারুণ শুরুর পর মোমেন্টাম ধরে রাখতে পারেনি। একই অবস্থা ব্যাটিংয়েও। লক্ষ্যটা তেমন কঠিন ছিল না। ২৩৬ রান লাগতো প্রথম ওয়ানডে জিততে। সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে দুটি পঞ্চাশ ছাড়ানো জুটিতে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। ২ উইকেটে স্কোর ছিল ১২০। মোহাম্মদ নবীর বলে ৪৭ রানে শান্ত ফিরতেই ধস শুরু।

আল্লাহ গজনফরের স্পিন বিষে নীল বাংলাদেশ। ২৩ রানে হারালো তারা শেষ ৮ উইকেট! ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হলো বাংলাদেশ। ৯২ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করলো আফগানিস্তান।

গজনফর ৬.৩ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন। এছাড়া রশিদ খান দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এর আগে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ৩৫ রানে চার উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে নবী ও হাশমতউল্লাহ শহীদীর শতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে তাসকিন আহমেদের বোলিংয়ে ২৩৫ রানে অলআউট হয় আফগানরা।